কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট বাজারে স্বামীর ধারালো দেশীয় ছোরার আঘাতে স্ত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টায় কানাইঘাট উত্তর বাজার বাসষ্টেশনে।
জানা যায় পার্শবর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ছাললাইন গ্রামের আব্দুন নুরের পুত্র সুলেমান আহমদের স্ত্রী রোকশানা বেগম ৩দিন পূর্বে মামার বাড়ি কানাইঘাট পৌরসভাস্থ রামপুর গ্রামে মায়ের সাথে বেড়াতে আসেন।
মঙ্গলবার রোকশানা মা’কে নিয়ে বাবার বাড়ি একই উপজেলার মৌলিফৌদ গ্রামে যাবার উদ্দেশ্যে কানাইঘাট উত্তর বাজার বাস ষ্টেশনে পৌছলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা পাষন্ড স্বামী সোলেমান আহমদ তাকে দেশীয় ছোরা দিয়ে কোপিয়ে রক্তাক্ত আহত করে।
এতে মুর্হুতেই বাজারের সাধারণ জনতা তাকে ছুরি সহ আটক করে কানাইঘাট থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আবু কাওসার ঘটনাস্থল থেকে আহত রোকশানাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন এবং পাষন্ড স্বামী সুলেমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ রির্পোট লেখা পর্যন্ত আহত রোকশানার স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply