কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে হানাদার মুক্তদিবস পালিত হয়েছে। মঙ্গলবার সীমান্তবর্তী এ উপজেলা পাক-বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে। দিনটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে এ দিবসটিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো নিরব ভুমিকায় ছিল বলে অনেকে জানান।
১৯৭১ সালের এই দিনে মুখামুখি লড়াইয়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের স্বরণে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলোচনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ প্রমূখ।
Leave a Reply