কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশ ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে বিয়ানীবাজার মডেল থানা পুলিশের সহযোগিতায় কানাইঘাট থানা পুুলিশ চারখাই হাওর এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন থেকে পলাতক থাকা আসামী কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র তোতা মিয়া (৫০) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ অভিযানের নেতৃত্ব দেন কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, এসআই হুমায়ুন কবির, এএসআই শফিকুল হক, বেলাল সহ এক দল পুলিশ। সাজাপ্রাপ্ত আসামীকে আদালতের মাধ্যমে গতকাল শনিবার সিলেট জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
Leave a Reply