কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ভাবে জনগনের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচন করবেন সাংবাদিক শাহীন আহমদ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তফসীল ঘোষনা করা হবে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় শুরু হয়েছে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের তৎপরতা। কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে শাহীন আহমদকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে উপজেলার সচেতন মহল সার্বিক ভাবে উৎসাহ উদ্দিপনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী জানাচ্ছেন। তাদের দাবীর প্রেক্ষিতে সাংবাদিক শাহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। দিঘীর পার পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম বাল্লাগ্রামের আব্দুল মান্নানের পুত্র শাহীন আহমদ ২০১৫ ইং সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধীনে তিনি হাদিস বিষয়ে কামিল (মাষ্টার্স) পাশ করেন। লেখাপড়ার পাশাপশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন এবং বাংলাদেশ সরকারের নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করে এলাকার শিক্ষার হার বৃদ্ধিতে সক্রিয় ছিলেন। বর্তমানে সমাজের সেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে সাংবাদিকতা পেশায় সিলেটের প্রাচীনতম পত্রিকা দৈনিক জালালাবাদ ও দৈনিক ভোরের পাতা এবং ডেইলী ইন্ড্রাষ্ট্রি পত্রিকা সহ অনলাইন পোর্টালের কানাইঘাট প্রতিনিধি হিসাবে সুনামের সাথে দায়ীত্ব পালন করছেন। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমদ জানান, কানাইঘাট উপজেলা আলেম উলামার পূন্যভূমি। আল্লামা মশাহিদ বায়মপুরী (রঃ) স্মৃতি বিজড়িত এলাকার ধর্মপ্রাণ মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করতে চান। দল মতের উর্ধ্বে থেকে সকলের সহযেীগতা নিয়ে অতীতের ন্যায় আগামীতেও গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থাকতে চান। তিনি কানাইঘাটের মাটিও মানুষকে ভালবাসেন বলেই প্রবাসতো দূরের কথা ভাল ভাল সুযোগ পেয়েও কানাইঘাটের বাহিরে কোথাও চাকুরীতে যোগদান করেননি। সুখে দুঃখে নিজ মাতৃভূমি কানাইঘাটের মানুষের পাশে রয়েছেন। সাংবাদিকরা সব সময় এলাকার কল্যাণ ও রাষ্ট্রে পক্ষে কাজ করে থাকেন। মানুষের সেবা করতে হলে গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকদের নির্বাচনে অংশ গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসা উচিত। যদি আল্লাহর হুকুম থাকে এবং আল্লাহ তাহাকে কবুল করলে সর্বস্থরের জনতার যে স্বতঃফুর্ত সাড়া ও ভালবাসা পেয়েছেন তা অব্যাহত থাকলে তিনি এবারের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply