কানাইঘাট প্রতিনিধি :: ফেনী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও ফেনী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ আহমদ হাজারী কানাইঘাট প্রেসক্লাব পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি প্রেসক্লাব পরিদর্শন করে ক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, সদস্য আলা উদ্দিন, শাহীন আহমদ, মুমিন রশিদ। ফেনী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও ফেনী বারের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এডভোকেট ফরিদ আহমদ হাজারী বলেন, আত্মীয়তার সুবাধে আমি কানাইঘাটে বেড়াতে এসেছি। এ অঞ্চলের মানুষজনকে আমার অনেক ভালো লেগেছে। কানাইঘাট একটি সুন্দর জায়গা। সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যক্রম দেখে আমি আনন্দিত হয়েছি এবং আপনাদের সাথে কথা বলে এখানকার অনেক ইতিহাস ঐতিহ্য আমি জানতে পেরেছি। তিনি সাংবাদিকের এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে লেখনীর মাধ্যমে আরো এগিয়ে আসার আহবান জানান। ফরিদ আহমদ হাজারী প্রেসক্লাব পরিদর্শনকালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ এবং দেশের আলোচিত ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে আসামীদের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা পালন করায় ক্লাব নেতৃবৃন্দ এডভোকে ফরিদ আহমদ হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply