কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন, তার নির্বাচনী এলাকার শিক্ষার উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিক্ষা বিপ্লবের মাধ্যমে যে কোন জনপদের আমূল পরিবর্তন সাধিত করা সম্ভব। পৌর শহরে অবস্থিত কানাইঘাটের একমাত্র মহিলা কলেজের সার্বিক উন্নয়ন সহ নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হাফিজ মজুমদার এমপি গতকাল রবিবার দুপুর ১২টায় কানাইঘাট মহিলা কলেজ গভর্ণিং বডির উদ্যোগে আয়োজিত কলেজ মিলনায়তনে এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় কলেজ গভর্ণিং বডির নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধিজন, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা, উপজেলার একমাত্র মহিলা কলেজকে এমপিও ভূক্ত করার জন্য সাংসদ হাফিজ মজুমদারের প্রতি আহ্বান জানান। কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেইন চৌধুরী, কানাইঘাট উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, কলেজ গভনিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন, কাউন্সিলর মাসুক আহমদ, কাউন্সিলর তাজ উদ্দিন, কাউন্সিলর বিলাল আহমদ, আ’লীগ নেতা সাহাব উদ্দিন, ইকবাল হোসেন, আলিম উদ্দিন মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক জুনেদ হাসান জিবান, যুবলীগ নেতা আবুল বাশার, জসিম উদ্দিন মেজর, আলমগীর হোসেন, শ্রমিক নেতা নুরুল ইসলাম জালালী, কৃষকলীগের পৌর শাখার সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হাসান রিজভী, উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর শাখার সভাপতি ইয়াহিয়া ডালিম, কলেজ শাখার সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধিজন উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দকে নিয়ে হাফিজ আহমদ মজুমদার এমপি পৌর এলাকার ডালাইচরে অবস্থিত প্রস্তাবিত উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন। তিনি কানাইঘাটের খেলাধূলা কে এগিয়ে নিতে স্টেডিয়ামকে ১২ মাস খেলার উপযোগী করতে মাটি ভরাট সহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ শীঘ্রই শুরুর করার আশ্বাস দেন।
Leave a Reply