কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট লক্ষী প্রসাদ পূর্ব ইউপির লোহাজুরী নয়াবাজারে সরকারী লোহাজুরী খাল ভরাট করে অবৈধ ভাবে নির্মানাধীন অবস্থায় ৩টি পাকা দোকান ঘর গুড়িয়ে দিয়েছেন ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ভূমি অফিসের লোকজনদের সাথে নিয়ে থানা পুলিশের সহযোগিতায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। জানা যায় সম্প্রতি স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শামীম আহমদ ও একই গ্রামের জুনেদ আহমদ, সেলিম উদ্দিন সহ কয়েকজন মিলে লোহাজুরি খাল ভরাট ও সরকারী রাস্তা দখল করে পাকা এক তলা ৩টি দোকান ঘর নির্মান কাজ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নির্দেশে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং গতকাল ঘটনাস্থলে গিয়ে অবৈধ দোকানপাট ঘুড়িয়ে দিয়ে খাল ও রাস্তা দখল মুক্ত করেন এবং ভবিষ্যতে কেউ সরকারী সম্পত্তি দখল করে স্থাপনা নির্মান করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ভূমি কর্মকর্তা স্থানীয়দের জানান। এলাকাবাসী প্রশাসনের এ অভিযান কে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply