কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা রিটার্নিং অফিসার কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের কার্যালয় থেকে যারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা হলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুন নুর কুটই, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান মনই। প্রসজ্ঞত যে, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তপশীল অনুযায়ী আগামী ২৫ জুলাই সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply