কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন রিটার্নিং অফিসার কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের কাছে মনোনপত্র দাখিল করেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাষ্টার ফয়জুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন মনই, আ’লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক শিক্ষক আব্দুন নুর। মনোয়নপত্র দাখিলকালে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শ্রী রিংকু চক্রবর্তী, আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply