নোয়াখালী প্রতিনিধি::কাশ্মীরের চলমান পরিস্থিতি সম্পর্কে জেনে কোন মুসলমান নিশ্চুপ থাকতে পারেনা। সে পৃথিবীর যে প্রান্তের অধিবাসীই হোক না কেন। পরাধীনতার যে কি যাতনা, তা আমরা জানি। আগ্রাসী শক্তির অত্যাচারের বেদনা আমরা বুঝি। ‘৭১ পূর্ব হানাদার বাহিনী কর্তৃক হত্যা, ধর্ষণের শিকার আমরা হয়েছি। সেখান থেকেই আমরা পৃথিবীর সকল নিপীড়ন-নিষ্পেষনের বিরোধীতা করি। ‘৭১এর চেতনাই আমাদেরকে কাশ্মিরীদের পাশে দাড়াতে উদ্বুদ্ধ করে। সেই চেতনা থেকেই আমরা কাশ্মীরের স্বাধীনতা চেয়ে রাজপথে বিক্ষোভ করছি। আমরা আজকের বিক্ষোভ থেকে কাশ্মীরের স্বাধীনতার জন্য সাধ্যানুযায়ী সহযোগীতা করার জন্য প্রস্তুত থাকার ঘোষণা করছি। আজ ০৮ আগস্ট’বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারী কলেজ শাখার উদ্যোগে জেলা টাউন হল মোড়ে-কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী সরকারী কলেজের মেধাবী ছাত্র এইচ এম সাখাওয়াত উল্যা। ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার জয়েন্ট সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম, দফতর সম্পাদক তাজুল ইসলাম মাসুম,সংগঠন টির নোয়াখালী (উত্তর) জেলা সভাপতি আব্দুল ওহাব,নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি দিদার হোসাইন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম রাসেল,বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ নোয়াখালী জেলা আহ্বায়ক আব্দুজ জাহের সহ,ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। সংগঠনের কলেজ সভাপতি এম হাবিবুর রহমান বলেন কাশ্মীর একটি স্বতন্ত্র রাষ্ট্র, এখানকার জনগণ সর্বদিক থেকে স্বাধীন। এমনকি এখানে কেউ জমিজমা ক্রয়, বহিরাগতরা নাগরিকত্বও নিতে পারবে না। বক্তারা বলেন, কাশ্মীর সঙ্কট শুধু কাশ্মীরেরই নয়, এ সঙ্কট বাংলাদেশেরও। এজন্য বাংলাদেশের জনগণকে প্রতিবাদমুখর হতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে টাউনহল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্পট প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেএসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply