জামাল মিয়া,ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল ভোটের রায় উপেক্ষা করে সারোয়ার আলমকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোবারক হোসেন মাষ্টার সমর্থকরা । বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে ২ দিনব্যাপী বাজিতপুর কলেজ মাঠ ও শহরের বসন্তপুর এলাকা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মাষ্টার বলেন, বিগত ৬ ফেব্র“য়ারী বাজিতপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তৃণমূলের ডেলিগেট ভোটার, বাজিতপুর ও জেলা আওয়ামীলীগসহ স্থানীয় সাংসদের রায়ে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন । পরে তিনি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি মনোনয়ন প্রার্থী হিসেবে মনো নয়ন জমা দেন । তিনি সারোয়ার আলমের দলীয় মনোনয়ন বাতিল করে তৃণমূলের রায়কে মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুক, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি আঃ কায়য়ুম,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান তালুকদার, বলিয়ারদী ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন শফি,হিলচিয়া ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন সহ শত শত দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply