-
- দেশের খবর
- কুষ্টিয়ার গড়াই -১ ইট ভাটাই মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু
- আপডেট টাইম : March, 20, 2019, 2:23 pm
- 542 বার
সোহেল রানা,কুষ্টিয়া প্রতিনিধি::কুষ্টিয়ার গড়াই-১ ইটের ভাটায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু। বুধবার সকালে ইটের কাঁচামাল তৈরির মিলের মাটি চাপা পড়ে মো:সজল আহমেদ(৩৫) নামে এক শ্রমিক আহত হয়,। পড়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত সজল আহমেদ কুষ্টিয়া মিরপুর থানার ছাতিয়ান ইউনিয়নের সব্যত আলীর ছেলে। নিরাপত্তা হীনতায় ভুগছেন ভাটা শ্রমিকেরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply