-
- দেশের খবর
- কুষ্টিয়ায় গাঁজাসহ গ্রেফতার ১
- আপডেট টাইম : April, 2, 2019, 8:22 pm
- 585 বার
সোহেল রানা,কুষ্টিয়া প্রতিনিধি::কুষ্টিয়া খোকসা খোকসায় গাঁজা ও টাকা সহ মাদক সম্রাট মাসুম মুন্সী গ্রেফতার খোকসায় ৫শ গ্রাম গাঁজা ও গাজা বিক্রির ২লাক্ষ ৮০ হাজার ৮০ টাকা সহ মাদক সম্রাট মাসুম মুন্সী গ্রেফতার। খোকসা উপজেলার একএকতারপুর গ্রামের বাচ্চু মুন্সির ছেলে মাসুম মুন্সি (৪৫) ৫শ গ্রাম গাজা ও গাজা বিক্রির ২লাক্ষ ৮০ হাজার ৮০ টাকা সহ গ্রেফতার করেছেন খোকসা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলার একতারপুর এর নিজ বাড়ি থেকে গাজা বিকিকিনি করা অবস্থায় গ্রেফতার করেন খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ও এস আই শাহ আলী এবং সঙ্গিয় পুলিশ। খোকসা থানায় তার বিরুদ্ধে মাদকের নয়টি মামলা রয়েছে বিভিন্ন সময়ে। এই অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply