রোববার (৩১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
ওসি উজায়ের আল মাহমুদের দায়িত্বকালে উপজেলার একমাত্র টিলা শাহ আরেফিন, ভোলাগঞ্জের বাংকার ও সাদা পাথর লুট হলেও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। এ সময় এলাকায় আইনশৃঙ্খলার অবনতিও দেখা দেয়। এসব কারণেই তাকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে। সবশেষে রোববার তাকে সিলেট সদর কোর্টের পরিদর্শক হিসেবে বদলি করা হয়।
অন্যদিকে নতুন ওসি হিসেবে সিলেট লাইনওআরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রতন শেখকে কোম্পানীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ছিলেন। এর আগে শরীয়তপুরের শিবচর থানায় দায়িত্ব পালন করেছেন।
রতন শেখ বলেন, “বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলেই যোগ দেব।”
অন্যদিকে বর্তমান ওসি উজায়ের আল মাহমুদ আদনানও একই কথা জানিয়ে বলেন, “বদলির খবর শুনেছি, তবে কাগজ এখনো হাতে পাইনি।”
উল্লেখ্য, দুদকের এক প্রতিবেদনে উজায়ের আল মাহমুদ আদনানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদা পাথর লুটপাটে সহযোগিতা করেছেন।
Leave a Reply