-
- দেশের খবর
- গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কে ধ্বস গাইবান্ধার সাথে যোগাযোগ বন্ধ
- আপডেট টাইম : July, 16, 2019, 7:11 pm
- 425 বার
গাইবান্ধা প্রতিনিধিঃ উজানের পানি আর অবিরাম ভারী বর্ষণ ও বন্যার পানির চাপে গাইবান্ধ টু সুন্দরগঞ্জের যোগাযোগ বন্ধ।
গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের সাঘাটা উপজেলার উল্লাবাজার এলাকায় সড়কটির এক তৃতীয়াংশ ভেঙ্গে গিয়েছে এতে হুমকির মুখে পড়েছে সড়কটি।
এলাকাবাসী জানিয়েছেন সড়কটি ভেঙ্গে গেলে পাশ্ববর্তী বেশ কয়েকটি এলাকা প্লাবিত হবে এবং গাইবান্ধার সাথে সাঘাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।ইতি মধ্যে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সংবাদ পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া ১৬ জুলাই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সড়কটি রক্ষা করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।বর্তমানে সড়কটি ভাঙ্গন রোধ ও সংস্কারে তৎপর কর্তৃপক্ষ।
উল্লেখ্য গাইবান্ধার ব্রাহ্মপুত্র, ঘাগট ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া ও ভারী বর্ষণে তিন নদী বেষ্টিত জেলার সাঘাটা,ফুলছড়ি,সদর ও সুন্দরগঞ্জ এ চার উপজেলার সড়ক,রাস্তা ঘাট হুমকির মুখে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply