ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের দুই দিন অতিবাহীত হলেও তার পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত (২৫) নামা এক যুবকে জনৈক রিক্সা ওয়ালা তাকে মুর্মষ অবস্থায় গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করেন।
শুক্রবার ১৬ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত লাশটি মর্গেই রয়েছে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছেন।এ রিপোর্ট লেখা শুক্রবার (রাত ৯ টা) পযন্ত নিহত যুবকে পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply