ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর নাট মন্দির থেকে সংকীর্তন সহ রথযাত্রা শুরু হয়। হাজার হাজার সনাতন ধর্মাম্বলী নর-নারী, বৃদ্ধা-শিশু, যুবক-যুবতী এই রথ যাত্রায় অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথ যাত্রাটি ঠাকুরবাড়ী মন্দিরে এসে শেষ হয়।
রথ যাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ দাস রন্টু, নাট মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ রায়, সাধারণ সম্পাদক নিতু সরকার, উপজেলা পুরোহিত কমিটির সভাপতি সাগর মৈত্র, সাধারণ সম্পাদক গোপাল চক্রবর্তী, ছাত্রযুব ঐক্য পরিষদের আহবায়ক বাপ্পী চাকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply