গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯০ বছর বয়স্ক এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৮ জুন মঙ্গলবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কালিতলা ব্রীজ এলাকায় রাস্তার পার্শ্বে থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি উপজেলা বেড়ামালঞ্চা গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে ইয়াকুব আলী (৯০)।
মৃত ইয়াকুরের পরিবারিক ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুর দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি কিভাবে কালিতলায় ঢাকা-রংপুর মহাসড়কের পার্শ্বে এসেছে তা তার পরিবার নিশ্চিত করতে পারেনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বৃদ্ধের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply