-
- দেশের খবর
- গোবিন্দগঞ্জ ৫’শ পিস ইয়াবাসহ ৫ সদস্য গ্রেফতার
- আপডেট টাইম : September, 10, 2019, 6:48 pm
- 379 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ শ পিস ইয়াবাসহ ৫ সদস্য আটক।১০ সেপ্টম্বর গোবিন্দগঞ্জ বগুড়া – রংপুর মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া এলাকায় তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার এসআই ফনি ভুষন জানায়, স্থানীয় জনগনের সহায়তায় হেলাল উদ্দিন (২৮) পিতাঃ সেকেন্দার আলী সাং রামনাথপুর থানাঃ গোবিন্দগঞ্জ ২। আরিফুল ইসলাম শামীম (২৫) পিতাঃমৃতঃ আনোয়ার হোসেন সাং পুর্ব শিমুলতাইড় থানাঃ সাঘাটা ,শাজাহান সিরাজ (২৮) পিতা হাসেন আলী সাং রামনাথপুর ,মতিয়ার রহমান মতিউর(৩২) পিতা মৃতঃ হামিদ সাং গর্ন্ধকবাড়ী উভয় থানা গোবিন্দগঞ্জ ও মমিনুল ইসলাম মিঠু(২৯) পিতা মোনারুল ইসলাম সাং পুর্ব শিমুলতাইড় থানা সাঘাটা সকলের জেলাঃ গাইবান্ধা দেরকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান,আসামিরা নিজেদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply