চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ হলরুমে (১২ অক্টোবর) বিকেল ৪টায়, বাংলাদেশ তাঁতী লীগ দেওরগাছ ইউনিয়ন শাখার আহব¦ায়ক কমিটির উদ্যোগে এক কর্মি সভা অনুষ্টিত হয়। উক্ত কর্মি সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সংগ্রামী সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি মোঃ মরম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চুনারুঘাট উপজেলার তুখোড় ছাত্রলীগ নেতা মোঃ রুমন ফরাজী। চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর দুলাল, দরবেশ তালুকদার, ফজল মিয়া, জয়নাল আবেদীন, আব্দুস সালাম। উপজেলা তাঁতী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বসুন্ধরা বাউড়ী, রাসেল খাঁন, দেলোয়ার হোসেন রতন। উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, শেখ মিলন। সম্পাদক মন্ডলীর সদস্য মনসুর বাহার, মন্নান তালুকদার, সিদ্দিকুর রহমান, কাজীম আলী মীর। উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক হিরন আহমেদ ও ৩নং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষকলীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে শেখ মোঃ শানু মিয়াকে আহব্বায়ক। আবিদ মিয়া ও মোঃ সোলেমান মিয়াকে যুগ্ন আহব্বায়ক এবং মোঃ শফিকুল ইসলাম (সাদ্দাম) কে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট ৩নং দেওরগাছ ইউনিয়ন তাঁতী লীগের আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এ সময় উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে শেখ হাসিনা আমানত স্বরূপ। তিনি আমাদের পথ-প্রদর্শক। অন্ধকারের অমানিশা কাটিয়ে বঙ্গবন্ধু কন্যা একটি জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা তাঁকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে তাঁর নেতৃত্বেই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তাঁতী লীগ ওয়ার্ড কমিটি থেকে উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মীকে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
Leave a Reply