-
- জাতীয়
- ছাতকে সাবেক পৌর চেয়ারম্যান মজনু জেল হাজতে
- আপডেট টাইম : August, 17, 2020, 6:52 pm
- 314 বার
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক পৌরসভার সাবেক প্রতিষ্টাতা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নেতা আলহাজ্ব আবদুল ওয়াহিদ মজনু মিয়াকে আদালত জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছে। একটি সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় সোমবার সুনামগঞ্জ আদালতের ছাতক কোর্টে তিনি জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১০জুন সকালে পৌরসভা এলাকার তাতিকোনা আবাসিক এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটে। এই সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলাগুলিতে অন্তত ৩০জন আহত হয়।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) মো.মঈন উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই সংঘর্ষের ঘটনায় একই এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আঞ্জব আলী বাদী হয়ে পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু মিয়াসহ ২৭জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply