বুলবুল আহমদ ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমদ এবং মো. শফিকুল ইসলাম (সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এরসমন্বয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজারে মেয়াদ উর্ত্তীণ ও ভেজালদ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ০২ পর্যন্ত লন্ডন রেস্টুরেন্ট’কে ৫ হাজার টাকা, সোনারবাংলা রেস্টুরেন্ট’কে ৬হাজার, বুরাইয়া রেস্টুরেন্ট’কে ২ হাজার, নিউডয়না রেস্টুরেন্ট কে ৫হাজার, রিফাত এন্ড কো.কে ১০ হাজার, নিউওরিয়েন্টাল ফার্মেসীকে ১হাজার টাকাসহ মোট ৬টি প্রতিষ্টানকে ২৯ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Leave a Reply