জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলৈতলি, কাতিয়া, নতুন কসবা ও পূর্বজালালপুর গ্রামে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে গত শনিবার আয়োজিত জনসভায় প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এম’পির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন, পাইলগাঁও ইউনিয়নের অলৈতলি ও কাতিয়ার পরিচিত মুখ বিএনপি নেতা গোলাম রব্বানী, ৮ নং অলৈতলি ওয়ার্ডের বর্তমান মেম্বার বিএনপি নেতা আলেখ উদ্দিন ও পূর্বজালালপুর গ্রামের যুবদল নেতা সুয়েব আহমদ।
সদ্য যোগদানকারীদের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম। এসময় জনসভা প্রাঙ্গন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে মূখর হয়ে উঠে।
Leave a Reply