জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় চাঞ্চল্যকর হত্যা আসামী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ ৪জনকে গেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাউরকাপন গ্রামের মৃত তেরাছন আলীর ছেলে নাজমুল হক (২৭) ও নজির মিয়া (৩৫), নুরবালা গ্রামের রশিদ মিয়ার ছেলে জাফরান মিয়া, দিঘলবাগ (আটঘর) গ্রামের নিজার উদ্দিনের ছেলে জিতু মিয়া।
জগন্নাথপুর পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহ:বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় অত্র থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান-১, এর নেতৃত্বে একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে দুই মাদক ব্যবসায়ী নাজমুল হক (২৭), নজির মিয়া (৩৫)কে গ্রেফতার করেন।
এদিকে এসআই (নিঃ) মো. গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ননজিআর-১৫/১৮ এর এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জাফরান মিয়াকে গ্রেফতার করেন।
এ ছাড়াও এসআই আতিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী যাহার মামলা নং-০৩, জিআর-১৩২/১৮ এর আসামী জিতু মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের গতকাল শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply