জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় “অনির্বাণ আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮” পালিত হয়েছে।
এই উপলক্ষ্যে গতকাল বৃহ:বার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল আজাদ পাবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাহফুজুল আলম মাসুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী পরাগ হায়দার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই মো.হাবিবুর রহমান সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
Leave a Reply