জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের বিশেষ অভিযানে থানার বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীসহ ৪জন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের মৃত সোলজার মিয়ার ছেলে মো. রিয়াজ উদ্দিন, আ.রহিমের ছেলে মো. এলাইচ মিয়া, তসরফ মিয়ার ছেলে রাজ উদ্দিন।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই(নিঃ) অনুজ কুমার এর নেতিত্বে সংগীয় অফিসার এসআই(নিঃ) মো. সাইফুর রহমান, এসআই(নিঃ) অনিক চন্দ্র দেব, এসআই(নিঃ) আফছার আহম্মেদ ও এএসআই মো. মুক্তার হোসেন, এএসআই প্রনয় নাল সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৫০/১৮ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. বাচ্চু মিয়া।
ননজিআর-৩৯/১৮ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ রিয়াজ উদ্দিন। ননজিআর-৩৯/১৮ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. এলাইচ মিয়া। ননজিআর-৩৯/১৮ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাজ উদ্দিনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply