জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভৈরবে র‌্যালি ও আলোচনা সভা 

জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ জাতীয় ভোটার দিবস উপলক্ষে “ভোটার হব, ভোট দেব” এ-শ্লোগানে ভৈরবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলণ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বলেন প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এধরনের সভা-র‌্যালি করে ভোটারদের সচেতন করে তুলতে হবে। এসময় তিনি জাতীয় পরিচয়পত্রে অনেক ভুল-ভ্রান্তি রয়েছে যা দ্রুত সংশোধন করে দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফ আলম খান, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ আরো অনেকে, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম মতিউর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা