জাল দলিল সৃজন করে ভুমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি::জগন্নাথপুরে জাল দলিল সৃজন করে ভুমি দখল চেষ্টা ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরবিপনীস্থ একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা প্রবাসী মো: আব্দুর রুপ। লিখিত বক্তব্যে তিনি বলেন, রানীগঞ্জ সেতুর সন্নিকটে এস এ রেকর্ডিয় মালিক ও মালিকগণের ওয়ারিশ হইতে কোবাজপুর মৌজায় আমন ও বোরো রকম ভূমি-১৩৫৫/৭৭ইং ৪৬৩১/৭৩ইং, ৪৬৩৩/৭৩ ইং ৫০৭০/৭৩ইং ৫০৭১/৭৩ইং ২০২২/৭৭ইং ও ১৭৮৪/৭৭ইং দলিলমূলে খরিদা সূত্রে মালিক ও দখলদার হয়ে ভোগ দখল করে আসছি। বৈধ এসব সম্পত্তি দখল নিতে গন্ধবপুর গ্রামের আব্দুল তোয়াহিদ মিয়ার পুত্র চান মিয়া ভূয়া দলিল সৃজন করে বৈধতা দাবি করে বসেছেন। দলিলে দাতা হিসেবে সুবল দেব নামে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। যাচাই করে দেখা গেছে আমার ২০২২নং দলিলকে অনুসরণ করে ২০২৩ নং একটি ভূয়া দলিল সৃজন করা হয়েছে। সম্প্রতি রানীগঞ্জ সেতুর এ্যাপ্রোচ রোড নির্মাণের জন্য আমার স্বত্ব অধিগ্রহণের জন্য সরকার নোটিশ প্রদান করিলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর কাগজ দাখিল করি। ভূমিখেকো চান মিয়া সেখানেও দলিল সৃজন করে মালিকানা দাবি করে বসেন। পরে চান মিয়াকে আসামী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং-২৯৩/২০১৯ইং। তিনি আরো বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় চান মিয়া আমার ভূমি বর্গা নিয়ে চাষাবাদ করত। প্রবাসে থাকার সুবাধে আমার ভূমি জাল দলিল সৃজন করে দখল নেয়ার চেষ্টা চালায়। এমনকি এ ভূমি অন্য কাউকে বর্গা দিলে তিনি বাঁধা নিষেধ করেন এবং আমাকেও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর গত ৩১ অক্টোবর ও জগন্নাথপুর অফিসার ইনচার্জ বরাবর গত ২১ নভেম্বর পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় আমার দখলীয় ভূমিতে জোরপুর্বক দখল নিতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। আমি প্রশাসনের কাছে জাল দলিল সৃজনকারী চান মিয়ার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করে বৈধ সম্পত্তি নিরাপদ থেকে যাতে ভোগ দখল করতে পারি এই দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী মো: মোস্তফা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা