-
- দেশের খবর
- জুড়ীতে চলছে ৫দিন ব্যাপি শ্রমিক ট্রেনিং
- আপডেট টাইম : September, 17, 2019, 3:39 pm
- 390 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::দেশ প্রেমের শপথ নিন’ দুর্নীতিকে বিদায় দিন’মৌলভীবাজার জুড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অনুমোন্দিত শ্রম অধিদপ্তরের আওতাধীন শ্রম কল্যাণ কেন্দ্র কাপনা পাহাড় এর আয়োজনে জুড়ী উপজেলা নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্দোগে ৫দিন ব্যাপি শ্রমিক ট্রেনিং অনুষ্টিত হয়।
আজ মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) জুড়ী উপজেলা নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়নের কার্ষালয়ে ৫দিন ব্যাপি শ্রমিক ট্রেনিং এর ২য় দিনে জুড়ী উপজেলা নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ফয়ছল আহমদের সভাপত্বিতে
টেইনার হিসাবে উপস্তিত থেকে প্রশিক্ষণ দেন কুলাউড়া ফায়ার সারর্ভিস এর এস ট্রেসন অফিসার বেলায়েত হোসেন।
এতে আর উপস্তিত ছিলেন,জুড়ী উপজেলা নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সেক্রেটারি ইমরান কাদির, ফুলতলা ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দীন প্রমুখ।
জুড়ী উপজেলা নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে ৪৬ তম শ্রমিক প্রশিক্ষন কোর্সটি প্রতিদিন সকাল ১১ থেকে ১২টা পষন্ত প্রশিক্ষন কোর্সটি চলতে থাকে। এতে ২০ জন নির্মান শ্রমিক অংশো গ্রহন করে।প্রশিক্ষন কোর্সটি শেষে তাদের কে সার্লটিফিকেট প্রধান করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply