হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আচরণ বিধি লঙ্গন করার অপরাধে নৌকার প্রার্থীসহ তিনজনকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।
মৌলভীবাজারের জুড়ীতে আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাত।যানবাহনে পোষ্টার লাগোনোর অপরাদে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানা আরা মিলিকে ১২ হাজার টাকা, ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনিকে ১০ হাজার টাকা ও বই প্রকিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী
জুয়েল আহমদ কে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাত জানান,নির্বাচন অবাধ ও সুষ্ট, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণ যোগ্য করার জন্য।আচরন বিধি না মানায় জুড়ীতে তিন প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত তাকবে।
Leave a Reply