-
- দেশের খবর
- জুড়ীতে ২২ বছরের পলাতক আসামী আটক
- আপডেট টাইম : October, 4, 2019, 4:21 pm
- 381 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ীতে ২২ বছর থেকে পলাতক ও ১ বছরের সাজা পরোয়ানা ভূক্ত আসামী আটক করেছে পুলিশ।
শুক্তবার দুপুরে জুড়ী-লাটিটিল্লা রোডের নয়া বাজার থেকে ১৯৯৭ সাল থেকে পলাতক ও ১ বছরের সাজা পরোয়ানা আসামী মোক্তার হোসেন (৫০) কে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
ফুলতলা ইউপির উত্তর বড়ডহর গ্রামের শুক্ষর আলীর ছেলে মোক্তার হোসেন।
জুড়ী থানার অফিসার(ওসি) জাহাঈীর হোসেন সরদার এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ছালিয়ে তাকে আটক করা হয়েছে।
জুড়ী থানার অফিসির (ওসি) জাহাঈীর হোসেন সরদার,গঠনার সততা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply