ড জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয় ।শাবি উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কমিটির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,তদন্ত কমটির প্রধান হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি ।

উল্লেখ্য, শনিবার (৩মার্চ)  বিকেল সাড়ে পাঁচটায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন ফয়জুল হাসান। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আহত অবস্থায় অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা