-
- দেশের খবর
- দক্ষিণ সুনামগঞ্জে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার শীতবস্ত্র বিতরণ
- আপডেট টাইম : February, 22, 2021, 2:02 pm
- 298 বার
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::দক্ষিণ সুনামগঞ্জে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার(২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ডুংরিয়া আলহাজ্ব মছকু মেমোরিয়াল চাইল্ড কেয়ার একাডেমি প্রাঙ্গণে ২শত ৫০ জন হতদরিদ্রের হাতে এ শীতবস্ত্র তুলে দেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর সহ-সভাপতি আকবর হোসেন মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব মিয়া, বীর মুক্তিযুদ্ধা রবীন্দ্র তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আফজাল হোসেন, ইউপি সদস্য হায়াতুল ইসলাম, শিবপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন জাবেদ, ছাত্রলীগ নেতা সঞ্জু ও শিক্ষক আবু তাহের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আকবর হোসেন মঞ্জু তার বক্তব্য বলেন, জালালাবাদ এসোসিয়েশন সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকে৷ দেশের দুর্দিনে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করি আমরা। করোনা মহামারী ও বন্যা পরিস্থিতিসহ সব ধরনের দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম। আমাদের এ কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply