আল হেলাল চৌধুরী ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রী উভয় পক্ষের মাধ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছে শাহানাজ পারভিন নামে এক গৃহবধু। একই ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী সাজু মিয়া। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের কৃষ্ণপুর গ্রামে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে
নিহত গৃহবধু শাহানাজ পারভিন (১৮) কৃষ্ণপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী ও পার্বতীপুর উপজেলার বৈগ্রামের সাহিদুল সরদারের মেয়ে। গুরুতর আহত সাজু মিয়া (২২) কৃষ্ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ।
এই ঘটনায় সহানাজ পারভিনের পিতা সাহিদুল সরদার বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সাজু মিয়ার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
Leave a Reply