-
- সিলেট বিভাগ
- দোয়ারায় মহব্বতপুর বাজার ব্যবসায়ী কমিটির শপথ গ্রহন সম্পন্ন
- আপডেট টাইম : October, 3, 2018, 6:05 pm
- 581 বার
দোয়ারাবাজার প্রতিনিধিঃ: দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজার ব্যবসায়ী কমিটির শপত গ্রহন সম্পন্ন।বুধবার রাতে মহব্বত পুরবাজারে শপত গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন করান মহব্বতপুর বাজার নির্বাচন কমিটির সহকারি নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম (আর্মি)সভাপতি শপথ গ্রহন মারফত আলী।সহ সভাপতি পদে শপথ গ্রহন করেন জালাল উদ্দিন।সাধারণ সম্পাদক পদে শপথ গ্রহন করেন পারবেজ হোসেন।কোষাধ্যক্ষ পদে শপথ গ্রহন করেন মনোয়ার হোসেন।
সদস্য পদে শপথ গ্রহন করেন তিন জন তারা হলেন ১ ।ইসলাম উদ্দিন,২।আয়নুল হক,৩।আকুল মিয়া।শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান।নির্বাচন সহকারী সদস্য সচিব বীর চন্দ্র পুরুকায়স্থ, ফারুক মিয়া, ও মহব্বত পুর বাজার ব্যবসায়ী বৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply