সুনামগঞ্জ প্রতিনিধি :: দোয়ারাবাজারে অসুস্থদের মধ্যে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত গরীব অসহায় রোগীদের মধ্যে চিকিৎসার ব্যয় নির্বাহের নিমিত্তে সরকারি আর্থিক সাহায্যে আবেদনকারীদের মধ্যে এই চেক প্রদান করা হয়।
রবিবার সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন রোগীর মধ্যে ৫০ হাজার করে মোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।২০১৯-২০ অর্থবছরের ৩য় কিস্তিতে এই চেক বিতরণ করা হয়।
Leave a Reply