দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের ভেতর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল আবিজ (৫৫)। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা (নয়াপাড়া) গ্রামের মোকশদ আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় নিহতের চার সৎভাই ও একই গ্রামের আরো দু’জনসহ ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে আমি ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত আব্দুল আবিজের গলাকাটা লাশ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসাবে নিহতের সৎভাই আব্দুল আওয়াল, ফয়জুর রহমান, আব্দুল মজিদ, আবুল কাশেম, একই গ্রামের মমিন উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও মইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসি। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply