-
- দেশের খবর
- দোয়ারাবাজারে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্নহত্যা!
- আপডেট টাইম : September, 3, 2020, 6:16 pm
- 300 বার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ দোয়ারাবাজারের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এক যুবক। ওই যুবকের নাম হোসাইন (২৫)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।
গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের ছোট ভাই ঘরে ঢুকে গলায় ওড়না পেছিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় হোসাইনকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও কান্নাকাটি শুরু করলে তার মা ও পরিবারের সদস্যরা এসে দেখে হোসাইন আত্নহত্যা করেছে।স্থানীয় জনপ্রতিনিধি ও দোয়ারাবাজার থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহত হোসাইনের মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply