দোয়ারাবাজার প্রতিনিধি ::দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে রাজা মিয়া (২) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বাশতলা পেকপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ২ বৎসর বয়সের শিশু পুত্র রাজা মিয়া সকলের অগোচরে বসত ঘরের সামনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে শিশুর মা তাসলিমা বেগম শিশু দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম মাষ্টার শিশু রাজা মিয়ার পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।
Leave a Reply