তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে::সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৭টি করাতকল, ২টি কোনা জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অসকর লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী অবৈধ করাত কলের উপর বিশেষ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।
অভিযান পরিচালনাকালে উপজেলার টেবলাই বাজারে ২টি, বালিউরা বাজারে ২টি ও নরসিংপুর বাজারে ৩টি লাইসেন্সবিহীন অবৈধ করাত কলের মালিকদের না পেয়ে সেগুলোর মালামাল জব্দ করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে স্থানীয় নরসিংপুর বাজারস্থ খলিলুর রহমান তার করাত কলের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগে তার উপর একটি মামলা দায়ের ও ২হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মরা সুরমা নদী (পান্ডারখাল) খেকে মালিকবিহীন অবৈধ ২টি কোনা জাল ও ৩টি নৌকা জব্দ করেন তিনি।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।
Leave a Reply