-
- সিলেট বিভাগ
- দোয়ারাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল শেষ আজ
- আপডেট টাইম : September, 15, 2018, 8:15 pm
- 592 বার
দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বত পুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র জমার দিন শেষে মনোনয়ন পত্র জমা দিলেন যারা, সভাপতি পদে(২জন) তারা হলেন,
.মোঃ মারফত আলী কবিরাজ শহিদ মিয়া। সহসভাপতি পদে (৪ জন),.আমির আলী, আব্দুল হাসিম,.জলাল উদ্দিন,.উকিল মিয়া,।সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করলেন( ৩ জন) তারা হলেন, ১ হাছন আলী (দুঃখু) ২ জসিম উদ্দিন ৩ পারভেজ হোসেন। কোষাদক্ষ পদে মনোনয়ন দিলেন ৩ জন, তারা হলেন, ১ মাসুক মিয়া ২ বিরাজ পুরুকায়স্থ ৩ মনোয়ার হোসেন।
সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৫ জন, তারা হলেন ১ আইনুল হক, ২ জামাল হোসেন ৩ আব্দুর রহমান ৪ ইসলাম উদ্দিন ৫ আকুল মিয়া। নির্বাচন পরিচালনা কমিটি নিন্ম রূপ, আলহাজ মুহিবুর রহমান সভাপতি নির্বাচন কমিটি।নির্বাচন সহকারী মোঃ সফিকুল ইসলাম( আর্মি,) হারুন অর রশিদ, সদস্য সচিব বীর চন্দ্র পুরুকায়স্থ, ফারুক মিয়া, ব্রজলাল দে, কারী আব্দুল কদ্দুছ,নির্বাচন কমিটির সভাপতি জানান, আগামী ১৬ইংসেপ্টেম্বর যাছাই-বাছাই, ২৭সেপ্টেম্বর মহব্বত পুরবাজার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply