এনামুল কবির (মুন্না)দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলার নিকটবর্তী সুরমা ইউনিয়নের ভুজনা রাস্তাটি নদী গর্ভে বিলীনের পথে, এলাকাবাসী দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক ভুজনা রাস্তাটি পরিদর্শন করেন।
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৭ টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।সুরমা ইউনিয়নের নদী ভাঙ্গনের মুখে গ্রাম গুলো হল ভুজনা, উমর পুর, কালিকা পুর,কদমতলী, নুরপুর, সোনা পুর, নন্দীগ্রাম। স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রী সহ হাজার হাজার মানুষ দোয়ারাবাজারে যাওয়ার এক মাত্র রাস্তা, তাই নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য শনিবার বিকাল ৩ ঘটিকার সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, খসরুজ্জামান, ডঃ আবুল হোসেন, মনির উদ্দিন, কবির মিয়া, হানিফ মিয়া, আকবর আলী, শমসের আলী, ইসমাইল হোসেন সহ শতাদিক এলাকাবাসী।
উল্লেখ্য আগামী কাল রবিবার নদী ভাঙন স্থানে এলাকাবাসীর উদ্দ্যোগে, নদী ভাঙন রোধে মানব বন্ধন হবে।
Leave a Reply