-
- সিলেট বিভাগ
- নবীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় মামলা।।৭দিনের রিমান্ড আবেদন
- আপডেট টাইম : May, 17, 2019, 6:08 pm
- 433 বার
মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্মান কাজে নিয়োজিত দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিস থেকে দিন দুপুরে ফিল্মি স্টাইলে ১২ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে আটককৃত দুজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দুজনকে আসামী করে দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর সহকারী পরিচালক উত্তম কুমার মজুমদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেল ৩ টার সময় পুলিশ স্কটের মাধ্যমে কোম্পানীর কর্মচারিদের বেতন বাবদ নগদ ৭৯ লক্ষ ১৩ হাজার ৫ শত ২০ টাকা মৌলভীবাজার পূবালী ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে এসে বিভিন্ন সাইডের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বন্টন করার সময় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল আজিজের পুত্র সাজু মিয়া (৩০) ও একই গ্রামের রাহাত উল্লা প্রকাশ রাত উল্লার পুত্র সাহিদ মিয়া (৩৫) তাদের আরো ২ সহযোগীসহ রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিসে প্রবেশ করে মামলার বাদিসহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে জোরপূর্বক ১২ লক্ষ ২৬ হাজার ১ শত ৫৬ টাকা ছিনতাই করে দ্রæত পালিয়ে যায়। এসময় তারা ডাক চিৎকার করে এবং নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে একদল পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পারকুল গ্রামে দুলাল মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে সাজু ও সাহিদকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় আটককৃতরা জানায় বাকি টাকা অজ্ঞাত ২ জন নিয়ে যায়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ২ আসামী ও বাকি টাকা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়াও এ চক্রের মূল হোতাদের বের করতে ধৃত আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদের রিমান্ডে এনে এই ঘটনার মূল রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।
অপর দিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, ওই এলাকার কিছু স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিদ্যুৎ পাওয়ার প্লান্টে নিয়োজিত দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর কাছ থেকে প্রতি মাসেই মাসিক চাঁদা আদায় করে থাকেন। এমনকি পুলিশের নাম ভাঙ্গিয়ে কোম্পানীর কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছেন বলেও সূত্র জানায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply