নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে তপন মিয়া(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী তপন মিয়া উমরপুর গ্রামের মৃত মুত্তালিব মিয়ার পুত্র।
পুলিশ জানায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খানের নেতৃত্বে এস আই এমরান হোসেন,এ এস আই রুবেল আহমেদ,এ এস আই অনিক আহমেদসহ একদল পুলিশ উমরপুর গ্রামে মাদক ব্যবসায়ী তপন মিয়ার বাড়ির পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করে তপন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১৩ পিছ ইয়াবা জব্দ করে পুলিশ ।
ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত তপনের বিরুদ্ধ মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত তপন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply