নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৩ মামলার পলাতকভুক্ত আসামী আল আমিন (২৬) কে গ্রেফতার করেছে। সে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আজবার উল্লার পুত্র।
গত শনিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ীর পরিদর্শক সামছদ্দিন খাঁনের দিকনির্দেশনায় এসআই এমরান হোসেন এর নেতৃত্বে এ এসআই রুবেল আহমদ ও এএসআই অনিক এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।
আল আমিনের বিরুদ্ধে ডাকাতিসহ ৩ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। নবীগঞ্জ থানায় মামলা নং ৭/১৮। ধারা ৩৯৯/৪০২। কুলাউড়া থানায় মামলা নং ৬। ৪৫৭/৩৮০।
ইনাতগঞ্জ ফাঁড়ীর পরিদর্শক সামছদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply