নবীগঞ্জের ইনাতগঞ্জ সরকারী পাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পূর্ণ

আলী জাবেদ মান্না:: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্টিত হয়েছ। নির্বাচনে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রণি থেকে মোট ৪ জন করে শিক্ষার্থী অংশ গ্রহন করেন। ,৩য় শ্রণি থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, নিলিমা আক্তার,প্রীতম দাশ কটুল ও পড়শী রায়। ৪র্থ শ্রণির আনিশা বেগম,রোমান আহমেদ। ৫ম শ্রণি থেকে আমিউড় রহমান, নাদিয়া বেগম নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৩ জন।এর মধ্যে ১২৮ জন কোমলমতি শিক্ষার্থী ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ৫ টি। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রাণকৃষ্ণ দাশ ও ফাহমিদা আক্তার। নির্বাচন পরিদর্শন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আশাহীদ আলী আশা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ,ডাঃ চন্দন রায় হারু,আতাউর রহমান,বদরুল ইসলাম বধু প্রমূখ। প্রথমবারের মতো নির্বাচনে অংশ গ্রহণ ও ভোট প্রদান করায় শিক্ষার্থীদের মধ্য ছিল আনন্দের উচ্ছাস। সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পেরে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা