-
- জাতীয়
- নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা ওহি চৌধুরীর বাসায় হামলা’র প্রতিবাদে ছাত্রলীগের মানব বন্ধন
- আপডেট টাইম : November, 14, 2023, 8:40 pm
- 80 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর মধ্য বাজারস্থ বাসভবনে ছাত্রলীগ নেতা নাজিমুদৈালার নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে এক বিশাল মানব বন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দুলাল আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক জিলা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়া, আওয়ামীলীগ নেতা বিধান পাল, যুবলীগ নেতা বিলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক জয় আহমদ, আরিফুর রহমান প্রমি, সাজ্জাদুর রহমান, দয়াল মিয়া, শাকিল নাসিম, সুদীপ দত্ত, কৌশিক দেব, রাহাত আহমদ, জাকারিয়া ফেরদৌস, রফিকুল ইসলাম, নাঈম আহমদ, তানহা চৌধুরী, রিহাত আহমদ, সাইফ আহমদ, কাউছার আহমদ, সাহেদ মিয়া প্রমূখ।
উল্লেখ্য, রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে উপজেলা যুবদল নবীগঞ্জ শহরে একটি মশাল মিছিল বের করে নাশকতার অপচেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল এর নেতৃত্বে ছাত্রলীগ তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করলে যুবদলের মশাল মিছিল দ্রুত শহর ত্যাগ করে। ছাত্রলীগের ওই বিক্ষোভ পরবর্তী পথসভায় যোগদেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু।
এ সময় একটি লাইভে বক্তব্য প্রদানকালে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী যুদলের মশাল মিছিল ও নাশকতা কর্মকান্ড প্রতিহত করায় ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেলসহ অন্যান্যদের ধন্যবাদ জানান। এ খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা ছাত্রলীগের অপর অংশের আহ্বায়ক নাজিমুদৌলা চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রুবেল গ্রুপকে ধন্যবাদ জানানোর প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর বাসভবনে হামলা চালায় ও তাকে প্রাণনাশের হুমকী দেয়। এ সময় ওহি চৌধুরীর বাসায় অবস্থানরত বৃদ্ধ মা-শিশু সহ পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দসহ জাহেদুল ইসলাম রুবেল এর নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক কর্মী ওহি চৌধুরীর বাসভবনে গিয়ে ঘটনার খোজখবর নেন এবং তার পরিবারকে শান্তনা দেন। উক্ত ঘটনার প্রতিবাদে এবং নাজিমুদৌলা চৌধুরীসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উক্ত বিশাল মানব বন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে ছাত্রলীগ ছাড়াও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী অংশ নেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply