সংবাদদাতা:: নাশকতার পরিকল্পনার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নূর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজার থেকে নূর আলীকে গ্রেফতার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উল্লেখিত সময় নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে ও এস আই ইমরান হোসেন,এ এস আই রুবেল হোসেন,এ এস আই অনিক আহমেদের সহযোগীতায় একদল পুলিশ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় নূর আলীকে গ্রেফতার করে পুলিশ।
ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান, নির্বাচনকে সামনে রেখে বড় ধরণের নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
Leave a Reply