নবীগঞ্জে ইভটিজিং নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে আলোচনা সভা

সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদে ইভটিজিং নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে গণ সচেতনতা  মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷সোমবার সকাল ১১টায় পরিষদ হলরুমে  দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে  ইউপি সচিব বলাই চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইয়াসমীন,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ছাদিক মিয়া, ইউসুফ আলী,ফখরুল ইসলাম জুয়েল,খালেদ হাসান দুলন,মহসিন মিয়া,খসরুজ্জামান খসরু,জিল্লুর রহমান ও বীট অফিসার এস,আই আব্দুস সামাদ প্রমুখ৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ড ও গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা সৃষ্টি করে এসব অপরাধ কর্মকাণ্ড সমাজ থেকে  নির্মূল করতে হবে৷ তাছাড়া, শিশুদের সুরক্ষার ব্যাপারে অবশ্যই প্রত্যেক অভিভাবকদের অধিকতর মনোযোগী হতে হবে। ইভটিজিং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মুল করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা