নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ২০১৯-২০ ,২১-২২ অর্থবছরের ল্যাক্টেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী। এছাড়াও নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গর্ববতী মায়েদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply